মালদা

মনসা পুজোয় মাতলেন পদ্ম পাতা ব্যবসায়ীরা

 

মা মনসা পুজোর আয়োজন করল পদ্ম পাতা ব্যবসায়ীরা। মালদহের হাটখোলা ডিসিআর মার্কেটে মায়ের পুজোর আয়োজন করা হয়।

    জানা যায়, ১৯৯৮ সাল থেকে মা মনসা পুজোর ব্রতী হয়েছিলেন ডিসিআর মার্কেটের পদ্ম পাতা ব্যবসায়ীরা। সেই থেকে প্রতি শ্রাবণ মাসের সংক্রান্তিতে ভক্তি নিষ্ঠার সাথে মায়ের পুজো সম্পন্ন হয়ে আসছে। দেখতে দেখতে এই পুজো পদার্পণ করল ২৬ তম বছরে। মূলত যারা পদ্মপাতা বিক্রি করেন তাদের উদ্যোগেই এই পুজোটা অনুষ্ঠিত হলেও আশেপাশের মানুষজনও এই পুজোতে এগিয়ে আসেন। শুধু তাই নয় পুজোর উপলক্ষে এখানে খিচুড়ি ভোগ দেওয়া হয়।